ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের প্রেসিডেন্ট শি জিনপিং মানুষটাকে তিনি পছন্দই করেন। কিন্তু তাঁর সঙ্গে কোনও চুক্তি করাটা বেশ কঠিন। এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোনা যাচ্ছে, এই সপ্তাহেই ফোনে কথা হতে পারে দুই রাষ্ট্রনেতার। তার আগেই ট্রুথ সোশাল মিডিয়ায় ট্রাম্পের এমন পোস্ট ঘিরে চর্চা শুরু।
ট্রাম্প লিখেছেন, ‘আমি চিনের শি-কে পছন্দ করি। সব সময়ই করে এসেছি। আগামিদিনেও করব। কিন্তু কোনও চুক্তি করার ক্ষেত্রে তিনি বড়ই কঠোর, অত্যন্ত কঠিন।’ আরেকটি পোস্টে তাঁকে লিখতে দেখা যায়, ‘গত ৩০ বছরের সেরা মে মাসটার সাক্ষী আমেরিকা হয়েছে এবারই।’
শোনা গিয়েছে, এই সপ্তাহেই ফোনে কথা হবে ট্রাম্প ও জিনপিংয়ের। আর সেখানে কথা হবে শুল্ক নিয়ে। সম্প্রতি চিনের বিরুদ্ধে শুল্কচুক্তি ভঙ্গ করার অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। এরপর দু’জনের কথা হলে বিষয়টা কী দাঁড়ায় সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।
হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পর কার্যত গোটা বিশ্বের বিরুদ্ধে শুল্কযুদ্ধের ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর পারস্পরিক শুল্কনীতি বিপাকে ফেলে বেশিরভাগ দেশকে। ভারত, কানাডা, চিন-সহ একাধিক দেশের উপর ২ এপ্রিল থেকে ব্যাপক হারে পারস্পরিক শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। নয়া শুল্কবিধি লাগুতে বাকি দেশগুলির জন্য ৯০ দিনের স্থগিতাদেশ জারি করলেও রেহাই মেলেনি চিনের। তাদের উপরে ১৪৫ শতাংশ ও কিছু কিছু ক্ষেত্রে তো ২০০ শতাংশের বেশি কর চাপিয়ে দেওয়া হয়। পালটা ১২৫ শতাংশ কর চাপিয় চিনও। এমন অস্বাভাবিক শুল্কের জেরে কার্যত বন্ধ হয়ে গিয়েছে চিন-আমেরিকার বাণিজ্য। এরপর গত মে মাসে ৯০ দিনের জন্য শুল্ক কমাতে রাজি হন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই পরিস্থিতিতে এবার তাঁদের কথা হলে বিষয়টি কোনদিকে গড়ায় সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.