Advertisement
Advertisement

Breaking News

Amazon

আমাজন, ওয়ালমার্টকে ভারতীয় বাজারে সম্পূর্ণ প্রবেশাধিকার দিতে হবে! মোদি সরকারকে চাপ আমেরিকার

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় দিল্লিকে চাপ ওয়াশিংটনের।

India faces US tariff pressure to grant Amazon, Walmart full market access

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:April 22, 2025 5:21 pm
  • Updated:April 22, 2025 8:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারস্পরিক শুল্কের উপর ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে চিন বাদে বিশ্বের বাকি দেশগুলির জন্য। আর এই পরিস্থিতিতেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মোদি সরকারের বিস্তৃত আলোচনা চলছে। আর সেখানেই আমাজন ও ওয়ালমার্টের মতো সংস্থাকে ভারতের ১২৫ বিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ ৮২ হাজার ৮৭৫ কোটি টাকা) ই-কমার্স বাজারে সম্পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে সংবাদমাধ্যমের দাবি। তবে বিনিময়ে ভারত সরকারের কাছে তাদের প্রত্যাশা কী সেটা অবশ্য উল্লেখ করেনি ট্রাম্প প্রশাসন।

Advertisement

আমাজন এবং ওয়ালমার্ট অবশ্য ভারতে স্থানীয় ইউনিটের মাধ্যমে কাজ করে। কিন্তু তাদের পণ্য মজুত করা কিংবা সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। যেমনটা রিলায়েন্সের মতো দেশীয় সংস্থা করে থাকে, সেভাবে স্টোর খোলা কিংবা দেশজুড়ে গ্রাহকদের কাছে পৌঁছনোর জন্য খুচরো নেটওয়ার্ক ব্যবহার করার ক্ষেত্রে বাধা রয়েছে মার্কিন সংস্থাগুলির ক্ষেত্রে। এবার সেই বিধিনিষেধ তুলে নেওয়ার জন্যই চাপ দেওয়া চলছে বলেই দাবি। এদিনে এখনও আমাজন কিংবা ওয়ালমার্ট রয়টার্সের মতো সংবাদ সংস্থার প্রশ্নে এই বিষয়ে মুখ খোলেনি।

ভারত চাইছে মার্কিন শুল্কবাণ যতটা সম্ভব এড়িয়ে চলতে। আর সেই কারণেই নতুন করে বাণিজ্য চুক্তি নিয়ে কথা চলছে দুই দেশের মধ্যে। সেই আলোচনার মাঝপথেই সামনে এল এই বিষয়টি। সোমবার সকালে সপরিবারে ভারতে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেখানে তাঁদের স্বাগত জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন ভ্যান্স। ২৪ তারিখ পর্যন্ত তাঁর এদেশে থাকার কথা। মনে করা হচ্ছে, তাঁর সফরের মধ্যেই বাণিজ্য চুক্তির নীল নকশার অনেকটাই তৈরি হয়ে যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ