সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানে মার্কিন হামলার পর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করল তেহরান। রবিবাসরীয় সকাল থেকেই শুরু হয়েছে হামলা। যা রুখতে আয়রন ডোম সক্রিয় করেছে ইজরায়েল। ইরানের তরফে হামলার দায়স্বীকার করা হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দর-সহ বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে বলে দাবি তাদের।
প্রসঙ্গত, ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় বিশ্বযুদ্ধের আশঙ্কা যে ঘনীভূত হচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে আমেরিকার হামলার পরই ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান।
এদিকে আমেরিকা ইরানে হামলা চালানোর পর মুখ খুলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমেরিকা ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়ে ভয়াবহ ভাবে রাষ্ট্রসংঘের নিয়ম ভেঙেছে। লঙ্ঘন করেছে আন্তর্জাতিক আইন। আজ সকাল যা ঘটেছে তা অমার্জনীয়। এর পরিণতি দীর্ঘস্থায়ী হতে চলেছে।’’ পাশাপাশি তাঁর দাবি, রাষ্ট্রসংঘের নিয়ম মেনে সার্বভৌমত্ব এবং আমজনতার স্বার্থরক্ষার অধিকার রয়েছে ইরানের।
এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ইরানকে অনুরোধ করেছে আঞ্চলিক শান্তি বজায় রাখাই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। আর সেই কারণেই তেহরানের উচিত আলোচনার টেবিলে বসা। পাশাপাশি আমেরিকার পাশে দাঁড়িয়ে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত ভীতিপ্রদ। ইরানকে কখনওই পারমাণবিক অস্ত্র তৈরি করতে অনুমতি দেওয়া হবে না। এবং আমেরিকা সেই বিপদকে প্রশমিত করতেই হামলা চালিয়েছে।”
তাৎপর্যপূর্ণভাবে শুক্রবারই ট্রাম্প জানিয়েছিলেন, ইরানকে পরমাণু অস্ত্র গবেষণা বন্ধের জন্য দু’সপ্তাহ সময় দিতে চান তিনি। কিন্তু সেই সময়সীমার অনেক আগেই ইরানে হামলা চালিয়ে দিয়েছে মার্কিন সেনা।যার পর থেকেই মধ্যপ্রাচ্যের জলপথেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.