সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের নয়, পাকিস্তানের অংশ জম্মু ও কাশ্মীর! শনিবার ইজরায়েলের পোস্ট করা এক মানচিত্রে এমনটাই দেখানো হল। যাকে ঘিরে বিতর্ক দানা বাঁধল। পরে অবশ্য এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছে তেল আভিভ।
শুক্রবার ইজরায়েল হামলা চালিয়েছিল ইরানে। শনিবার তেল আভিভে প্রত্যাঘাত করে ইরান। ফের পালটা হামলা চালায় নেতানিয়াহুর দেশ। এই পরিস্থিতিতে ইজরায়েল ডিফেন্স ফোর্স এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে। সেখানে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বোঝাতে মানচিত্রও ব্যবহার করা হয়। ইজরায়েলি সেনা পোস্টে লিখেছে, ‘ইরান বিশ্বের কাছেই একটা হুমকি। ইজরায়েলই তাদের শেষ লক্ষ্য নয়। এটা সবে শুরু। আমাদের তাই কোনও উপায়ই ছিল না আঘাত করা ছাড়া।’ পোস্টের সঙ্গে ব্যবহৃত মানচিত্র দেখে আপত্তির ঝড় ওঠে। বহু ভারতীয়ই সেখানে কমেন্ট করে প্রতিবাদ জানান। একজন লেখেন, ‘দয়া করে এটা সরান। ভারত আপনাদের পাশে সব সময়ই রয়েছে।’ আরেকজনকে লিখতে দেখা যায়, ‘আমাদের শত্রুও একই। দুই দেশ খুব ভালো বন্ধু। কাজেই ভারতের সঠিক মানচিত্র প্রকাশ করাই আপনাদের পক্ষে ঠিক কাজ হবে।’
Iran is a global threat.
Israel is not the end goal, it’s only the beginning. We had no other choice but to act.
— Israel Defense Forces (@IDF)
এরপর ইজরায়েলি সেনার তরফে জানানো হয়, ‘এই পোস্টটি অঞ্চলটির একটি চিত্র। এই মানচিত্রটি সীমানা সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। কোনও আঘাত দিয়ে থাকলে সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী।’ তবে এখনও মোদি সরকার এই ভুল মানচিত্র নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
প্রসঙ্গত, ইরান এবং ইরাক নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ায় গোটা মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা কার্যত স্তব্ধ। একাধিক উড়ান সংস্থা নিজেদের বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে শনিবার ফের পরস্পরের উপরে ইরান ও ইজরায়েলের হামলা চালানোর ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও শ্বাসরোধী আকার নিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.