সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থালা হাতে লাইনে দাঁড়ানো ক্ষুদার্থদের পর এবার তৃষ্ণার্থদের উপর মারণ হামলা ইজরায়েলের! শরণার্থী শিবির থেকে জল ভরতে যাওয়া শিশুদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাল নেতানিয়াহুর সেনা। এই হামলায় মৃত্যু হয়েছে ৬ শিশু-সহ ৮ জনের। ইহুদি সেনার এমন নিষ্ঠুর হামলায় নিন্দায় সরব হয়েছে সব মহল।
গাজায় নরকের দ্বার খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর সেই হুঁশিয়ারি যে কথার কথা নয় গত দু’বছরে তা মর্মে মর্মে উপলব্ধি করেছে গোটা বিশ্ব। সেই ধারা অব্যাহত রেখে এবার হামলা চালানো হল গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শিবিরের কাছে জল বিতরণ করা হচ্ছিল সেখানে জল আনতে গিয়েছিলেন শরণার্থীরা। তাদের বেশিরভাগই শিশু। তখনই ইজরায়েলের তরফে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় যার জেরে মৃত্যু হয় ৮ জনের। এদের মধ্যে ৬ জন শিশু। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৭ জন।
এদিকে এই হামলার দায় স্বীকার করেছে ইহুদি সেনা। যদিও ন্যাক্কারজনক এই হামলার পর তাদের সাফাই, প্রযুক্তিগত ত্রুটির জন্য এই ঘটনা ঘটেছে। ইজরায়েলের সেনার তরফে জানানো হয়েছে, ‘আমাদের হামলার লক্ষ্য ছিল অন্য একটি জায়গা। তবে যান্ত্রিক ত্রুটির জেরে ভুল করে ক্ষেপণাস্ত্রটি ওখানে গিয়ে পড়ে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। নিরপরাধ অসামরিক মানুষের মৃত্যু আমরাও চাই না। কেন এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।’
তবে এই হামলাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করলেও গাজায় হামলা চালাতে কোনও খামতি রাখছে না ইজরায়েল। গত ২৪ ঘণ্টায় এখানে ইহুদি সেনার হামলায় মৃত্যু হয়েছে ১৩৯ জনের। রবিবার সকালেও গাজার একটি ব্যস্ত শহর এলাকায় বোমা হামলা চালানো হয় ইহুদি সেনার তরফে। সেই হামলায় এক চিকিৎসক-সহ ১২ জনের মৃত্যু হয়েছে। এদিকে রিপোর্ট বলছে এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজারের বেশি মানুষের। যাঁদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা।
অন্যদিকে আরও একটি রিপোর্ট বলছে, ইজরায়েল সেনার হামলার জেরে গোটা গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য ও জলসংকট চরম আকার নিয়েছে। থালা হাতে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা বুভুক্ষদের ভিড়ে চলছে হামলা। রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট বলছে, এহেন হামলায় অন্তত ৭৯৮ জন প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে। তীব্র জলসংকটে ত্রাণ শিবির গুলিতে জল বিতরণ করছে সেখানকার স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। এবার সেখানেও মৃত্যু বিলি করল ইজরায়েল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.