Advertisement
Advertisement
Joe Biden

পুড়ছে লস অ্যাঞ্জেলস, হঠাৎই সকলকে ‘সুখবর’ শুনিয়ে বিতর্কে বাইডেন

ভয়ংকর দাবানলের কবলে লস অ্যাঞ্জেলস, মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের।

Joe Biden announces 'good news' in middle of California wildfire
Published by: Biswadip Dey
  • Posted:January 9, 2025 5:17 pm
  • Updated:January 9, 2025 5:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলস। আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে। মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। আর এই পরিস্থিতিতে সকলকে ‘সুখবর’ শুনিয়ে বিতর্কে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Advertisement

ব্যাপারটা কী? আসলে বুধবার সান্টা মনিকায় এক দমকল অফিসের ভিতরে সকলের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলে বসেন, “সুখবর রয়েছে। আমি আজ প্রপিতামহ হয়েছি। আজকের দিনটা নানা কারণে মনে রাখব।” প্রসঙ্গত, বাইডেনের বড় নাতনি নাওমি বাইডেন নিলের ঘরে প্রথম সন্তানের জন্ম হয়েছে। আর সেই কারণে খোশমেজাজে বাইডেন। যদিও সেই সঙ্গেই ‘দুঃসংবাদ’ও শুনিয়েছেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, ”যা ঘটেছে তা স্তম্ভিত করে দেওয়ার মতো। কেবল একটাই ভালো খবর। আমার ছেলে ওখানে থাকে স্ত্রীকে নিয়ে। ওরা গতকালই খবর রেয়েছিল ওদের বাড়িটা সম্ভবত পুড়ে গিয়েছে। কিন্তু আজ জানতে পেরেছি বোধহয় বাড়িটার কিছু হয়নি। এটা নিশ্চিত করেই বলা যায়।”

এদিকে বাইডেনের এমন মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের মাঝেই নিজের দাদু হওয়ার খবর জানিয়ে ‘সুখী’ হওয়ার প্রতিক্রিয়া দৃষ্টিকটু বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। নেটিজেনদের মন্তব্যেও তারই ছায়া। একজন লিখেছেন, ‘সত্যি বলতে কী, বাইডেন ওঁর পরিবার নিয়েই উদ্বিগ্ন, মার্কিন নাগরিকদের নিয়ে নয়।’ আরেকজন লিখেছেন, ‘ইতিহাসের নিক্তিতে উনিই সবচেয়ে ব্যর্থ। মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেল ফের।’

জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলসের পাহাড়ি অঞ্চল থেকে আগুন ছড়াচ্ছে শহুরে এলাকাতেও। তাই জোর কদমে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে লোকজনদের সরানো হচ্ছে। আল জাজিরা সূত্রে খবর, সান্টা মনিকা ও মালিবুর ছাড়াও আরও চার জায়গায় পৃথকভাবে দাবানলের সৃষ্টি হয়েছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে। গতকাল বুধবার ৫ জনের মৃত্যুর খবর মেলে। আহতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ