Advertisement
Advertisement

Breaking News

France

ইস্তফা দেওয়া লেকর্নুই ফের ফ্রান্সের প্রধানমন্ত্রী! পুনর্নিয়োগ করলেন ম্যাক্রোঁ

বিদ্রোহের আগুনে জ্বলছে গোটা ফ্রান্স।

Macron re-appoints Lecornu as France PM

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ফ্রান্সের প্রধানমন্ত্রী। ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:October 11, 2025 9:25 am
  • Updated:October 11, 2025 9:35 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্রোহের আগুনে জ্বলছে গোটা ফ্রান্স। অচলাবস্থা চরম আকার নিয়েছে দেশটিতে। এই পরিস্থিতিতে সেবাস্তিয়ান লেকর্নুকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জনবিক্ষোভের জেরে মন্ত্রিসভা গঠনের মাত্র কয়েকঘণ্টা পরই ইস্তফা দিয়েছিলেন লেকর্নু। কিন্তু তাঁকেই ফের মসনদে ফিরিয়ে ম্যাক্রোঁ নির্দেশ দিলেন নতুন মন্ত্রিসভা গঠন করে বছরের শেষে বাজেট পেশ করার। এলিসি প্যালেসের আশা, এবার রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটবে সেদেশে।

Advertisement

২০২৪ সালের জুন মাস থেকেই ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেই সময়ই ম্যাক্রোঁ পার্লামেন্ট ভেঙে দেন। আর তার ফলে আকস্মিক নির্বাচনের মধ্যে যেতে হয় দেশকে। সেই থেকে অস্থিরতা চলছে। দু’বছরে ৪ বার প্রধানমন্ত্রী বদলের প্রতিবাদে সম্প্রতি রাজধানী প্যারিসের রাজপথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। সরকারি সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। শহরজুড়ে চলে অগ্নিকাণ্ড। বিক্ষোভ থামাতে বহু মানুষকে গ্রেপ্তারে পাশাপাশি চলে লাঠিচার্জ। দেশের অচলাবস্থার পরিস্থিতিতে মন্ত্রিসভা গঠনের মাত্র কয়েকঘণ্টা পরই ইস্তফা দেন সেবাস্তিয়ান লেকর্নু। সব মিলিয়ে ২ বছরে ৫ জন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু এবার সেই লেকর্নুকেই মসনদে ফিরিয়ে এনে রাজনৈতিক অস্থিরতা কাটাতে চাইছেন ম্যাক্রোঁ।

লেকর্নুর আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন ফ্রাঁসোয়া বেরু। তাঁর মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন লেকর্নু। ৮ সেপ্টেম্বর বেরু অনাস্থা ভোটের হারের পর লেকর্নুকে উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়। যদিও পদে বসার পর এক মাস পার হওয়ার আগেই পদ ছাড়তে হল তাঁকে। জানা যাচ্ছে, সোমবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় লেকর্নুর। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তবে সেই কী এমন আলোচনা হল, যার জেরে পদ ছাড়তে হল প্রধানমন্ত্রীকে তা অবশ্য জানা যায়নি। এবার সেই লেকর্নুকেই ফেরালেন ম্যাক্রোঁ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ