Advertisement
Advertisement

Breaking News

ISKON

আমেরিকায় বন্দুকবাজের নিশানায় ইসকন! মন্দির লক্ষ্য করে চলল ২০-৩০ রাউন্ড গুলি

ঘটনার নিন্দার পাশাপাশি কড়া পদক্ষেপের আর্জি ভারতের।

Multiple shots fired at ISKON temple in Utah US India urges swift action
Published by: Amit Kumar Das
  • Posted:July 2, 2025 9:44 am
  • Updated:July 2, 2025 9:49 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মার্কিন মুলুকে বন্দুকবাজের নিশানায় ইসকন। রাধা-কৃষ্ণের মন্দির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা। অন্তত ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। এহেন কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করা হয়েছে ভারতের তরফে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে ভারতীয় দূতাবাস।

Advertisement

জানা গিয়েছে, এই হামলার ঘটনা ঘটে আমেরিকার ইউটা প্রদেশের স্প্যানিশ ফর্ক অঞ্চলে। হোলি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইসকন মন্দিরে। ঠিক সেই সময়ে এই হামলা চালানো হয়। মন্দির কর্তৃপক্ষের দাবি, বাইরে থেকে মন্দির প্রাঙ্গন লক্ষ্য করে অন্তত ২০-৩০ রাউন্ড গোলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনার সময় মন্দিরে বহু ভক্ত উপস্থিত ছিলেন। অবশ্য এই হামলায় সৌভাগ্যবশত হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে মন্দিরের কয়েক হাজার ডলারের ক্ষতি হয়। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর বিবৃতি জারি করা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে।

সান ফ্রান্সিস্কোর ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘ইউটা প্রদেশের স্প্যানিশ ফর্ক অঞ্চলে অবস্থিত ইসকন মন্দিরে গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দূতাবাস তরফে মন্দিরের সকল ভক্তদের পাশে রয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানানো হচ্ছে তারা যেন অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করেন।’

উল্লেখ্য, বিদেশের মাটিতে হিন্দু মন্দিরে হামলার ঘটনা এই প্রথমবার নয়। এর আগে বারবার এক ঘটনা দেখা গিয়েছে আমেরিকা, কানাডার মতো দেশগুলিতে। গত বছরের ২৫ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। হামলা চলেছিল নিউইয়র্কের BAPS মন্দিরে। পাশাপাশি ট্রুডো জমানায় কানাডাতেও একাধিক মন্দিরে হামলার ঘটনা ঘটে। প্রতিটি ক্ষেত্রে নাম জড়ায় খলিস্তানিদের। এই হামলার পিছনে তেমন কোনও সংগঠন যুক্ত কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ