ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর হুসেন রানাকে হাতে পেতে চলেছে ভারত। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী জঙ্গিকে নয়াদিল্লির হেফাজতে দিতে মার্কিন প্রশাসন আদালতে আবেদন করেছিল। মার্কিন কোর্ট অফ আপিল ফর নাইনথ সার্কিট জানিয়ে দিয়েছে, রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য।
২৬/১১ কাণ্ডের (26/11 Mumbai Attack) অন্যতম চক্রী কানাডার নাগরিক রানা এখন আমেরিকায় জেল খাটছে। মুম্বইয়ে হওয়া ওই ভয়াবহ হামলায় ছয় মার্কিন নাগরিকেরও মৃত্যু হয়। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায ফের তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত বছর নৃশংস হামলার অন্যতম চক্রী তাহাউর রানার (Tahawwur Rana) বিরুদ্ধে বিশেষ আদালতে চার্জশিট পেশ করে মুম্বই পুলিশ। তখনই জানা যায়, দীর্ঘ টানাপোড়েনের পর পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে আমেরিকা (USA)। মুম্বই পুলিশের চার্জশিটের ফলে রানার প্রত্যার্পণ তরান্বিত হতে পারে বলে মনে করা হচ্ছিল। অবশেষে মার্কিন আদালত জানিয়ে দিল, রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.