Advertisement
Advertisement
Narendra Modi

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিচারিতা নয়’, শাহবাজের সামনেই এসসিও বৈঠকে হুঁশিয়ারি মোদির

এসসিও বৈঠকে সকলের সামনেই কার্যত পাকিস্তানকে তুলোধোনা করলেন মোদি।

Narendra Modi attack pakistan on terrorism from SCO summit
Published by: Anustup Roy Barman
  • Posted:September 1, 2025 11:34 am
  • Updated:September 1, 2025 12:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংহাই কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর সামনেই সদস্যদের বৈঠকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে কঠোর অবস্থান নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও দ্বিচারিতা সহ্য করবে না ভারত।

Advertisement

সোমবারের এসসিও বৈঠকে উপস্থিত রয়েছে বহু দেশ। তাদের সকলের সামনেই নাম না করে পাকিস্তান তুলোধোনা করলেন মোদি। সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রতিবেশী দেশের দ্বিচারিতার কথা তুলে ধরে মোদি হুঁশিয়ারি দেন, “আমাদের স্পষ্টভাবে এবং সর্বসম্মতভাবে বলতে হবে যে সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনও দ্বিচারিতা গ্রহণযোগ্য নয়।”

পহেলগাঁও আক্রমণের প্রসঙ্গ তুলে মোদি বলেন, “এই আক্রমণ মানবতায় বিশ্বাসী প্রতিটি দেশ এবং ব্যক্তির কাছে একটি খোলা চ্যালেঞ্জ ছিল। এমন পরিস্থিতিতে কিছু দেশের প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন আমাদের কাছে গ্রহণযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমাদের একসঙ্গে সবরকমের সন্ত্রাসবাদের বিরোধিতা করতে হবে। মানবতার প্রতি এটা আমাদের কর্তব্য।”

এসসিও সম্মেলনের মঞ্চ থেকে নরেন্দ্র মোদি বলেন, যেকোনও দেশের উন্নয়নের ভিত্তি হলো নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতা। কিন্তু এই পথে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থা বড় চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদ কেবল একটি দেশের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ নয় বরং সমগ্র মানবতার জন্য একটি চ্যালেঞ্জ বলে দাবি করেন মোদি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনও দেশ, কোনও সমাজ, কোনও নাগরিক নিজেকে এর থেকে নিরাপদ বলে মনে করতে পারে না। তাই, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যের উপর জোর দিয়েছে। ভারত যৌথ তথ্য অভিযানের নেতৃত্ব দিয়ে আল কায়দা এবং এর সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে লড়াই করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী পাকিস্তানকে সরাসরি আক্রমণ করে বলেন, আমরা সন্ত্রাসে অর্থসাহায্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছি।

সোমবার মোদির ভাষণের শুরুতেই উঠে আসে পহেলগাঁও হামলা এবং পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর কথায়, “গত চার দশক ধরে সন্ত্রাসের ক্ষত বয়ে বেড়াচ্ছে ভারত। সন্ত্রাসের সবচেয়ে খারাপ নিদর্শন আমরা দেখেছি পহেলগাঁওয়ে। সেই কঠিন সময়ে যে সকল বন্ধু দেশ আমাদের পাশে ছিল, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই।” উল্লেখ্য, এই সম্মেলনে রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। তাঁর সামনেই সন্ত্রাসবাদ নিয়ে কড়া মন্তব্য করেছেন মোদি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement