Advertisement
Advertisement
Donald Trump

চিনের পর ভারতের সঙ্গে শুল্কযুদ্ধের দামামা ট্রাম্পের! নয়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

'বন্ধু' মোদিকে শুল্কনীতিতে রেহাই দিতে রাজি নন ট্রাম্প।

Now Donald Trump Vows To Impose Reciprocal Tariffs On India
Published by: Kishore Ghosh
  • Posted:February 22, 2025 5:01 pm
  • Updated:February 22, 2025 5:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও শুল্কনীতির বেলায় ভারতকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন তিনি। এমনকী একাধিক আমদানি পণ্যে শুল্ক কমিয়ে, মোদির আমেরিকা সফরেও ডাল গলেনি! এবার চিন ও ভারতের উপরে পালটা কর চাপানোর নীতির কথা ঘোষণা করলেন ট্রাম্প। জানিয়ে দিলেন, মার্কিন পণ্যে যেমন কর চাপানো হবে, পালটা ঠিক তেমন কর চাপানো হবে ভারত ও চিনের ক্ষেত্রে। শুল্কনীতির ক্ষেত্রে কার্যত চিন ও ভারতকে এক বন্ধনীতে ফেললেন ট্রাম্প।

Advertisement

ট্রাম্প বলেন, “আমরা শীঘ্রই পালটা শুল্ক নীতির পথেই হাঁটব। ওরা আমাদের উপর কর চাপাচ্ছে, আমরাও ওদের উপর কর চাপাব। সংস্থা হোক বা দেশ, চিন কিংবা ভারত। শুল্ক চাপানো হচ্ছে, আমরাও তেমন পদক্ষেপ করব।” যোগ করেন, “আগে আমরা এই কাজ করিনি।” ওয়াশিংটনে মোদির সঙ্গে বৈঠকের আগে ভারতের শুল্কনীতির সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “ওদের প্রচুর শুল্ক”। “ব্যবসা করাই কঠিন”।

শনিবার সাংবাদিক সম্মেলনে মোদি-মাস্ক বৈঠক নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “ওঁরা দেখা করেছেন। আমার ধারণা ওঁর (মাস্কের) ভারতে ব্যবসা করার ইচ্ছে রয়েছে। যদিও উচ্চ শুল্কের কারণে সেখানে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে। ওদের ওখানে সর্বোচ্চ শুল্ক দিতে হয়।” ট্রাম্প আরও বলেন, “তিনি (মাস্ক) একটি কোম্পানি চালাচ্ছেন বলেই দেখা করেছিলেন (মোদির সঙ্গে)।” মার্কিন মোটরবাইক কোম্পানি হার্লে ডেভিডসনের উদাহরণ টেনে ট্রাম্প জানান, ভারতে আমদানি শুল্ক বিপুল। সেই কারণেই ভারতে কারখানা নির্মাণে বাধ্য হয়েছে সংস্থাটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ