Advertisement
Advertisement
Iran

পারমাণবিক চুক্তি নিয়ে মার্কিন দ্বন্দ্বের মধ্যে ইরানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪, জখম ৫০০

এই বিস্ফোরণের তারা যুক্ত নয়, জানিয়েছে ইজরায়েল।

Over 400 injured after explosion at port in Iran
Published by: Kishore Ghosh
  • Posted:April 26, 2025 5:37 pm
  • Updated:April 26, 2025 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের বন্দরনগরী ‘বন্দর আব্বাসে’ ভয়াবহ বিস্ফোরণ। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৪ জনের। জখম হয়েছেন কমপক্ষে ৫০০ জন। এদের মধ্যে অনেকেই গুরুতর আহত। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। আমেরিকার সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে দ্বন্দ্বযুদ্ধের মধ্যেই বিস্ফোরণে প্রশ্ন উঠছে। যদিও আমেরিকার ‘বন্ধু’ ইজরায়েলের সেনা ঘোষণা দিয়েছে, এই বিস্ফোরণের সঙ্গে তারা যুক্ত নয়।

Advertisement

রাজধানী তেহরান থেকে হাজার কিলোমিটার দূরে অবস্থিত বন্দরটি। ইরানের শুল্ক দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (জ্বালানি তেলের) কন্টেনার ইয়ার্ডে বিস্ফোরণের ঘটেছে। উল্লেখ্য, বন্দর আব্বাস ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। ইরানের অর্থনীতির জন্য বন্দরটি অতি গুরুত্বপূর্ণ। এখান থেকেই পৃথিবীর মোট উৎপাদিত জ্বালানি তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহণ হয়ে থাকে। পারমাণবিক চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে দ্বন্দ্বের মধ্যে এই বন্দরে বিস্ফোরণে নানা মহলে প্রশ্ন উঠছে।

আমেরিকার শর্ত অনুযায়ী পারমাণবিক চুক্তি স্বাক্ষর না করলে ইরানে নজিরবিহীন বোমাবর্ষণ হবে, মাস খানেক আগে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর এদিন বন্দর আব্বাসে বিস্ফোরণ। উদ্ধারকারীরা জানিয়েছেন, “শহিদ রাজাই বন্দরে সংরক্ষিত বেশ কয়েকটি জ্বালানি তেলের কন্টেনারে বিস্ফোরণ হয়। ৫০০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। 

প্রসঙ্গত, ওমানে পরমাণু চুক্তি নিয়ে ইরান-আমেরিকা তৃতীয় দফার আলোচনা শুরু হয়েছে। সেই সময় এমন ঘটনা। জেরুজালেম পোস্ট দাবি করেছে, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে তার অদূরে ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি নৌসেনা ঘাঁটি রয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও পর্যন্ত ইরানের প্রশাসন কিছু জানায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement