Advertisement
Advertisement

Breaking News

Asim Munir

‘কাশ্মীর পাকিস্তানের গলার শিরা’, ফের বিষ উগরে উপত্যকায় উসকানি মুনিরের

'আমরা কখনও কাশ্মীরকে ভুলব না', বার্তা মুনিরের।

Pakistan army chief Asim Munir threatens India again, rekindles Kashmir issue

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:June 29, 2025 1:44 pm
  • Updated:June 30, 2025 5:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে জোরালো থাপ্পড় খেয়েও হুঁশ ফেরেনি পাকিস্তানের। ফের একবার কাশ্মীর ইস্যুতে বিষ উগরে দিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। কাশ্মীরকে পাকিস্তানের ‘গলার শিরা বা জাগুলার ভেইন’ উল্লেখ করে তাঁর দাবি, ‘ভবিষ্যতে ভারত কোনও হামলা করলে পাকিস্তান কড়া জবাব দেবে।’

Advertisement

পাকিস্তানের নেভাল অ্যাকাডেমির অনুষ্ঠান উপলক্ষে শনিবার করাচিতে এসেছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা কখনও কাশ্মীরকে ভুলব না।” শুধু তাই নয়, ভারতের মাটিতে জঙ্গি হামলার চক্রি, সন্ত্রাসের আঁতুড়ঘরের দেশ পাকিস্তানের সেনা প্রধানের দাবি, তারা আঞ্চলিক স্থিরতার পথ প্রদর্শক। তাঁর কথায়, ”কোনওরকম উসকানি ছাড়া ভারত যতবার আক্রমণ করেছে সংযমের সঙ্গে আমরা তার যথার্থ জবাব দিয়েছি।” কাশ্মীর ইস্যুতে তাঁর আরও দাবি, “রাষ্ট্রসংঘের প্রস্তাব ও কাশ্মীরিদের দাবি অনুযায়ী কাশ্মীর সমস্যার ন্যায্য সমাধানের জন্য পাকিস্তান চিরকাল আওয়াজ তুলবে।”

উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে মুনিরের এহেন মন্তব্য এই প্রথমবার নয়, এর আগে অধিকৃত কাশ্মীরে গিয়ে একই রকম মন্তব্য করেন মুনির। হিন্দুদের থেকে মুসলিমরা কত আলাদা সে বিষয়ে বলতে গিয়ে রীতিমতো বিদ্বেষ ছড়ানো হয়। এর ঠিক পরই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালায় পাক জঙ্গিরা। এই সন্ত্রাসে পাকিস্তানের প্রত্যক্ষ মদতের কথাও প্রকাশ্যে আসে। যার পালটা অপারেশন সিঁদুরে পাক ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। দুই দেশের সংঘাত শেষে যুদ্ধ বিরতি হলেও নতুন করে আবার কাশ্মীর ইস্যুতে উসকানির রাস্তায় হাঁটলেন পাক সেনা প্রধান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ