ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই সঙ্গে আফগানিস্তান এবং ভারত, দুই দেশের সঙ্গে লড়তে প্রস্তুত পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধের আবহেই হুঙ্কার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের। দফায় দফায় সংঘর্ষের পরে বুধবার সন্ধায় ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তি করে পাকিস্তান এবং আফগানিস্তান। সেই যুদ্ধবিরতি মেয়াদ শেষের আগেই আফগানিস্তানের বিরুদ্ধে মুখ খুলল পাকিস্তান। ঘুরপথে ভারতকে হুমকি দেওয়ার চেষ্টা করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁর দাবি, ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করছে আফগানিস্তান। তাঁর দাবি বহু সিদ্ধান্ত আসলে ভারতের অঙ্গুলিহেলনেই নিচ্ছে আফগানিস্তান।
সম্প্রতি ভারতে এসেছিলেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সেই প্রসঙ্গ তুলে ধরে আসিফের দাবি, পাক-আফগান সমস্যার মাঝেই ভারত সীমান্তবর্তী এলাকায় সমস্যা তৈরি করতে পারে। এর ফলে পাকিস্তানকে দুই ফ্রন্টে একসঙ্গে লড়াই করতে হলেও তাঁরা তৈরি বলে দাবি করেছেন আসিফ।
আফগান সমস্যা শুরু হওার পরেই পাকিস্তানে বসবাসকারী আফগানদের বিরুদ্ধে খড়্গহস্ত পাক সরকার। আসিফের অভিযোগ, বহু যুগ ধরে দেশান্তরী আফগান নেতারা পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। কিন্তু কেউ পাকিস্তানকে সন্ত্রাসবাদ ছাড়া অন্য কিছুই দেয়নি। তাঁর দাবি, এদের জন্য পাকিস্তানের শান্তি বিঘ্নিত হয়েছে। আসিফ জানিয়েছেন, আফগানদের নিজের দেশে ফিরে যাওয়া উচিত।
গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকটিকায় হামলা হয়। যদিও ওই হামলার দায় স্বীকার করেনি পাকিস্তান। এর আগে আফগানিস্তান জানিয়েছিল, সীমান্ত অপারেশনে ৫৮ পাক সেনাকে নিকেশ করা হয়েছে। অন্য দিকে পাকিস্তান জানায়, ২০০ আফগান সেনাকে খতম করেছে তারা। ইসলামাবাদের বক্তব্য, পাকিস্তান তালিবানরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। যদিও কাবুল এই দাবি অস্বীকার করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.