সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের পাশে পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদের বিদেশমন্ত্রক বিবৃতি জারি করে ঢাকার পাশে দাঁড়াল। বিবৃতিতে বাংলাদেশের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছে পাকিস্তান। বাংলাদেশ দ্রুত শান্তিপূর্ণ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেই আশাবাদী পাক সরকার। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই পাক সরকারের এহেন বিবৃতি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
পাত বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাক সরকার ও দেশের সমস্ত নাগরিক একাত্মভাবে বাংলাদেশের পাশে আছে। বাংলাদেশ দ্রুত শান্তিপূর্ণ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেই আশাবাদী। আমরা নিশ্চিত যে বাংলাদেশি জনগণের প্রাণবন্ত চেতনা এবং ঐক্য তাদের একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’
🔊: PR NO. 1️⃣4️⃣4️⃣/2️⃣0️⃣2️⃣4️⃣
Pakistan Stands in Solidarity with the People of Bangladesh
🔗⬇️
— Ministry of Foreign Affairs – Pakistan (@ForeignOfficePk)
উল্লেখ্য, হাসিনা সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগের পরই বাংলাদেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। সেদেশের সংখ্যালঘুদের উপর হামলার খবর সামনে আসছে। বাড়ি-দোকান ভাঙচুর হচ্ছে। আক্রমণ হচ্ছে উপাসনালয়ে। চলছে দেদার লুটতরাজ। একের পর এক খুনের খবর সামনে আসছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই বিবৃতি বেশ তাৎপর্যপূর্ণ।
প্রসঙ্গত, একাত্তরের যুদ্ধের আগে পাকিস্তানের দখলে ছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু মুজিবর রহমানের নেতৃত্বেই উৎখাত হয় পাক সেনা। মুক্তিযোদ্ধাদের হাতে পরাজিত হয় রাজাকাররা। এবারের পরিস্থিতিতে প্রাথমিকভাবে আবারও সেনার হাতেই চলে গিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে পাকিস্তানের নজর ছিল বাংলাদেশের গতিবিধিতে। ঢাকার এই আন্দোলনের নেপথ্যে পাক সেনা-আইএসআইয়ের হাত দেখেছে বিশেষজ্ঞরা। যা চিন্তা বাড়িয়েছে ভারতের। এর মধ্য়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পাক-বিবৃতি সাউথ ব্লকের চিন্তা যে আরও বাড়াবে, তা নিসন্দেহে বলাই যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.