সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের জে-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে পাকিস্তান। একটি নয়, ৪০টি এমন এয়ারক্র্যাফট শীঘ্রই হাতে পেতে চলেছে ইসলামাবাদ। এটা ভারতের জন্য কত বড় ‘হুমকি’ তা বিলক্ষণ জানে নয়াদিল্লি। কারণ, ভারতের কাছে নব্য প্রযুক্তির এই স্টেলথ ফাইটার জেট একটিও নেই। এই ধরনের অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্র্যাফট (এএমসিএ) তৈরি করতে ভারতের প্রতিরক্ষা বিভাগের অন্তত নয়-দশ বছর সময় লেগে যেতে পারে!
এই পরিস্থিতিতে ভারতকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া। ভারতকে তাদের তৈরি পঞ্চম প্রজন্মের ‘সু-৫৭ই’ স্টেলথ ফাইটার ও ৪.৫ জেনারেশনের অ্যাডভান্সড ‘সু-৩৫এম’ এয়ার সুপিরিওরিটি জেট দেওয়ার প্রস্তাব দিয়েছে পুতিনের দেশ। আগামী সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসার কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেই সময় যুদ্ধবিমান কেনা নিয়ে চুক্তি হতে পারে। চিন-পাকিস্তানের চেয়ে বেশি শক্তিশালী হতে আপাতত মিত্র দেশের কাছ থেকে বেশ কয়েকটি ফিফথ জেনারেশন যুদ্ধবিমান কেনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রতিরক্ষা সচিব আর কে সিং।
রাশিয়ার অস্ত্র রফতানিকারী সংস্থা রসটেক ও সুখোইয়ের তরফে প্রস্তাবে বলা হয়েছে, নাসিকে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডে (হ্যাল) ‘সু-৫৭ই’ স্থানীয়ভাবে যাতে ভারত তৈরি করতে পারে তার জন্য রাশিয়া সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করতে রাজি আছে। উল্লেখ্য, হ্যালের ওই জায়গায় এর আগেও রাশিয়ার সাহায্য ২২০টিরও বেশি ‘সু-৩০এমকেআই’ যুদ্ধবিমান তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। ‘সু-৫৭ই’ স্টেলথ ফাইটার জেট তৈরির কৌশল ও ‘সোর্স কোড’ ভারতকে শিখিয়ে দেওয়ার প্রস্তাব দিলেও ‘সু-৩৫এম’ যুদ্ধবিমান সরাসরি ভারতে রফতানি করতে চাইছে রাশিয়া। ভারতের ‘মাল্টি-রোল ফাইটার এয়ারক্র্যাফট (এমআরএফএ)’ টেন্ডারের মাধ্যমে ১১৭টি ‘সু-৩৫এম’ ৪.৫ প্রজন্মের স্টেলথ জেট পাঠানোর ইচ্ছাপ্রকাশ করেছে।
রসটেকের প্রস্তাব অনুযায়ী, ভারতের জরুরি প্রয়োজনের কারণে আগামী তিন-চার বছরের মধ্যে ভারতীয় বায়ুসেনাকে আপাতত ২০-৩০টি সু-৫৭ই পাঠাতে চায়। ২০৩০ সালের মধ্যে আরও ৭০-১০০টি জেট পাঠাতে পারবে সংস্থাটি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সম্প্রতি সু-৩৫-এর উৎপাদন দ্বিগুণ করেছে রসটেক। তাদের বিশ্বাস, অপারেশন সিঁদুর অভিযানের পর ফের পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ লাগলে দিল্লিরও প্রয়োজন হবে এই যুদ্ধবিমান। রাশিয়া তাদের প্রস্তাবপত্র ভারতকে পাঠিয়ে আত্মবিশ্বাসী থাকলেও ভারতীয় বায়ুসেনা রাফালের চেয়ে ‘সু-৩৫এম’-কে বেশি গুরুত্ব দেবে কি না সেই প্রশ্নও উঠছে। ৪.৫ জেনারেশন প্ল্যাটফর্মের যুদ্ধবিমানগুলির মধ্যে রাফালে ভীষণ পছন্দ ভারতের। ২০১৬ সালের চুক্তি অনুযায়ী বায়ুসেনার কাছে ৩৬টি রাফালে যুদ্ধবিমান আছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.