Advertisement
Advertisement
Jyoti Malhotra

পাকিস্তানে ৬ বন্দুকধারীর নিরাপত্তা বলয় জ্যোতির জন্য! স্কটিশ ইউটিউবারের ভিডিও ঘিরে তুঙ্গে চর্চা

দেখে নিন সেই ভাইরাল ভিডিও।

Six Gunmen Surrounding Jyoti Malhotra In Pakistan
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 26, 2025 1:48 pm
  • Updated:May 26, 2025 1:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ‘ভিভিআইপি’ ট্রিটমেন্ট পেতেন ‘গদ্দার’ ইউটিউবার জ্যোতি মালহোত্রা! সম্প্রতি এক স্কটিশ ইউটিউবারের পোস্ট করা ভিডিওতে চাঞ্চল্যকর বিষয়টি উঠে এসেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ছ’জন একে-৪৭ নিয়ে পাহারা দিচ্ছেন জ্যোতিকে। এতেই দানা বেঁধেছে রহস্য।

Advertisement

স্কটিশ নাগরিক কলাম মিলি। ইউটিউবে কলাম অ্যাব্রোড নামে তাঁর একটি চ্যানেল রয়েছে। তিনি গত মার্চ মাসে পাকিস্তানে গিয়েছিলেন। লাহোরের আনারকলি মার্কেটে একটি ভিডিও বানাচ্ছিলেন। হঠাৎই দেখেন ‘নো ফিয়ার’ জ্যাকেট পরে হাতে একে-৪৭ নিয়ে ঘোরাঘুরি করছেন ছ’জন। এরপরেই জ্যোতির সঙ্গে তাঁর আলাপ হয়। ওই ইউটিউবারের কথায়, “পরে বুঝতে পারি ওই ছ’জন বন্দুকধারী মহিলা ইউটিউবারকে পাহারা দিচ্ছিলেন। যদিও বুঝতে পারিনি কেন ওরা মহিলা ইউটিউবারকে পাহারা দিচ্ছিল।” কলাম আরও জানান, জ্যোতি তাঁকে বলেছিল পাকিস্তানের আপ্যায়নে তিনি মুগ্ধ। পাশাপাশি কলামকে জ্যোতি জিজ্ঞাসা করেন, এখনও পর্যন্ত কতবার কলাম পাকিস্তানে এসেছেন। তখনই কলাম জানতে পারেন জ্যোতি ভারতীয় ইউটিউবার।

এই ভিডিও প্রকাশ পেতেই দ্রুত ছড়িয়ে পড়ে। এতেই প্রশ্ন উঠছে, ভরা মার্কেটে কেন শুধু জ্যোতির সঙ্গে বন্দুকধারীরা ছিল? কেন তাঁকে এভাবে পাহারা দেওয়া হচ্ছিল পাকিস্তানে? উল্লেখ্য, পাক গুপ্তচরদের সঙ্গে জ্যোতির যোগসাজশের একাধিক তথ্য ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে। ভারতে পাক হাইকমিশনে কর্মরত দানিশের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠতার বিভিন্ন প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। এরই মধ্যে পাকিস্তানে জ্যোতির ‘ভিভিআইপি’ ট্রিটমেন্টের ভিডিও প্রকাশ্যে এল। যদিও বন্দুকধারীরা আদতে নিরাপত্তা বাহিনীর সদস্য নাকি জঙ্গি, সেটা এখনও স্পষ্ট নয়। গোয়েন্দাদের অনুমান, দানিশই জ্যোতির জন্য করে এই নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছিল। এদিকে সোমবার জ্যোতির পুলিশ হেফাজত শেষ হচ্ছে। এদিনই তাঁকে আদালতে পেশ করার কথা রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ