ছবি: প্রতীকী
সুকুমার সরকার, ঢাকা: নতুন বছরের শুরুতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। ভূমিকম্পের আতঙ্কে দেশের পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জ-এ দুজনের মৃত্যুর খবর মিলেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র-সহ ৩ জন জখম হয়েছে বলে খবর।
মঙ্গলবার বেলা ৩টে বেজে ৯ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয় বলে খবর মিলেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ত্রিপুরার আমবাসা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। স্থানটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি, ভূপৃষ্ঠ থেকে ৩৬.১ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে যার কম্পন মাত্রা ছিল ৫.৫।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.