Advertisement
Advertisement

Breaking News

America

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা! চার্চে এলোপাথাড়ি গুলিতে মৃত ২, আহত বহু

পুলিশের পালটা গুলিতে মৃত্যু হয়েছে বন্দুকবাজের।

Two killed and several injured in America Kentucky church shooting
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 14, 2025 12:11 pm
  • Updated:July 14, 2025 12:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা! রবিবার কেন্টাকির একটি চার্চে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ। বন্দুকবাজের হামলায় নিহত হয়েছেন দু’জন। এক পুলিশ আধিকারিক-সহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। এদিকে পুলিশের পালটা গুলিকে মৃত্যু হয়েছে বন্দুকবাজের।

Advertisement

এই ঘটনার পর কেন্টাকির গর্ভনর অ্যান্ডি বেসেহেয়ার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, ‘লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে গুলি চালানোর ঘটনা ঘটে। এক পুলিশ আধিকারিককে গুলি করে চার্চে ঢুকে পড়ো ওই বন্দুকবাজ। তার ছোঁড়া গুলিতে ওই পুলিশ আধিকারিক আহত হন। পরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে বন্দুকবাজের মৃত্যু হয়েছে।’

জানা গিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ ফায়েট কাউন্টির ব্লু গ্রাস বিমানবন্দরের কাছে গুলি চালায় বন্দুকবাজ। সেখানে এক পুলিশকর্মী আহত হন। এরপর ২৭ কিলোমিটার দূরে রিচমন্ড রোডে থাকা চার্চে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেখানে তার ছোঁড়া গুলিতে দু’জনের মৃত্যু হয়। একাধিক জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, চার্চে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু পুলিশের পালটা গুলিতে তার মৃত্যু হয়।

জানা গিয়েছে, বন্দুকবাজ চার্চে ঢোকা মাত্রই খবর যায় পুলিশে। এরপরই বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। এরই মধ্যে বন্দুকবাজের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায়। পুলিশের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় বন্দুকবাজের। তবে সে কীকারণে চার্চে হামলা চালালো সে বিষয়টি স্পষ্ট নয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ