Advertisement
Advertisement
F-16 fighter jet

রুশ হামলায় ধরাশায়ী ইউক্রেনের F-16! পাকিস্তানের ‘অন্ধের যষ্ঠি’ এই মার্কিন যুদ্ধবিমান

ঘটনার জেরে মৃত্যু হয়েছে যুদ্ধবিমানের পাইলটের।

Ukraine F-16 fighter jet downed by Russia, pilot killed

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:June 29, 2025 2:28 pm
  • Updated:June 29, 2025 2:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ধরাশায়ী যুদ্ধবিমান এফ-১৬। মাঝ আকাশে রাশিয়ার মিসাইল হামলার জেরে ভেঙে পড়ে অত্যাধুনিক এই বিমান। ঘটনার জেরে মৃত্যু হয়েছে পাইলটের। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছে ইউক্রেনের সেনা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ‘অত্যাধুনিক’ এই যুদ্ধবিমান আমেরিকার কাছ থেকে কিনেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে এই বিমানকে ‘অন্ধের যষ্ঠি’ হিসেবে দেখে পাক সেনা।

Advertisement

মধ্যপ্রাচ্যে যুদ্ধে ক্ষণিকের বিরতি দেখা গেলেও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ জারি রয়েছে আজও। বরং সাম্প্রতিক সময়ে দুই তরফই হামলার ঝাঁজ বাড়িয়েছে। এই অবস্থার মাঝেই ইউক্রেনের বায়ুসেনার তরফে জানানো হয়, “পাইলট এই যুদ্ধবিমানের সাহায্যে রাশিয়ার বিরুদ্ধে ৭টি টার্গেটে হামলা চালায়। শেষ লক্ষ্যে হামলা চালানোর সময় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। ওই অবস্থায় পাইলট বিমানটিকে জনবহুল স্থান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। যার জেরে সঠিক সময়ে বিমান থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। ফলে বিমানের সঙ্গে মাটিতে আছড়ে পড়ে মৃত্যু হয় পাইলটের।”

তাৎপর্যপূর্ণ বিষয় হল, আমেরিকার তৈরি এই এফ-১৬ যুদ্ধবিমান পাকিস্তানের বায়ুসেনার অন্যতম প্রধান অস্ত্র। একাধিকবার ভারতের বিরুদ্ধে এই যুদ্ধবিমানকে ব্যবহার করেছে পাকিস্তান। ফোর্থ জেনারেশনের এই বিমান ম্যাক ২ গতিসম্পন্ন ও ভারী অস্ত্র বহনে সক্ষম। যদিও মার্কিন শর্ত অনুযায়ী পাকিস্তান এই যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে আক্রমণের উদ্দেশে ব্যবহার করতে পারবে না। অপারেশন সিঁদুরের সময়ে হামলায় ধ্বংস হয়েছিল পাকিস্তানের এফ ১৬ বিমান।

এদিকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে ব্যাপক হামলা চালাতে শুরু করেছে রাশিয়া। জানা যাচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৪৭৭টি ড্রোন ও ৬০টি মিসাইল ছুড়েছে রাশিয়া। যার মধ্যে ২১১টি ড্রোন ও ৩৮টি মিসাইল রুখে দিতে সফল হয় ইউক্রেন। বাকিগুলি আছড়ে পড়ে ইউক্রেনের বহু ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনায়। এই হামলায় ২ জনের মৃত্যু ও ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে, পাল্টা ইউক্রেনের তরফে হামলা চালানো হয় ক্রিমিয়া বায়ুসেনা ঘাঁটিতে। এই হামলায় ৩টি রুশ হেলিকপ্টার ধ্বংস হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ