দুর্ঘটনার মুহূর্তের ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়। মঙ্গলবার আলাস্কার এইলসন এয়ারবেসে ভেঙে পড়ল অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান F-35। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার রাত ৩টে নাগাদ ঘটে দুর্ঘটনা। সৌভাগ্যবশত দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেন তিনি।
দুর্ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন এয়ারফোর্সের ৩৫৪ বি ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল পল বলেন, বিমানটি আকাশে ওড়ার পর তাতে বেশকিছু যান্ত্রিক গোলযোগ নজরে আসে চালকের। ওই অবস্থায় বিমানটি অবতরণের চেষ্টা করেন চালক। তবে অবতরণের আগেই বিমানটি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। এবং দুর্ঘটনা ঘটে। বিমানটি একটি এক আসন বিশিষ্ট। যদিও দুর্ঘটনার আগেই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন চালক।
An F-35 fighter jet crashed Tuesday on a flightline on Eielson Air Force Base around 1 pm local time. The pilot successfully ejected and survived 🙏
The 355th Fighter Squadron and the 356th Fighter Squadron are both based there.
— Thenewarea51 (@thenewarea51)
দুর্ঘটনার এক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বরফে ঢাকা এয়ারবেসে আছড়ে পড়ছে বিমানটি। দুর্ঘটনার পর ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলে যায় বিমানটিতে। যুদ্ধবিমানটি নিচে পড়ার সময় দেখা যায় প্যারাসুটে করে নিচে নামছেন পাইলট। উল্লেখ্য, এফ-৩৫ হল আমেরিকার পঞ্চম জেনারেশনের অত্যাধুনিক লড়াকু বিমান। ২০০৬ সালে বিমানটি বানানো শুরু করে মার্কিন সরকার। এরপর ২০১৫ মার্কিন বায়ুসেনার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে এই সিরিজের যুদ্ধবিমান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.