সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে নোবেল ফসকে যাওয়ায় কার্যত ‘শোকের ছায়া’ নেমেছে হোয়াইট হাউসে। এহেন দুঃখের দিনে এবার ট্রাম্পের পাশে দাঁড়িয়ে কার্যত সান্তনা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে ট্রাম্পের পক্ষ নিয়ে তিনি জানালেন, “ডোনাল্ড ট্রাম্প শান্তির জন্য অনেক কিছু করেছেন।” গাজায় ট্রাম্পের শান্তি প্রকল্পের উদাহরণ টেনে পুতিন জানালেন, যদি তাঁর পরিকল্পনা সফল হয় তবে, নিঃসন্দেহে এটি হবে এক ঐতিহাসিক পদক্ষেপ।
ডোনাল্ড ট্রাম্প যাতে নোবেল পুরস্কার পান তার জন্য অনেক আগেই নোবেল কমিটির কাছে প্রস্তাব পেশ করেছিলেন পুতিন। তবে শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর দেখা যায়, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। এর পাওয়ার কয়েক ঘণ্টা পরই পুতিন জানান, ”ট্রাম্প শান্তির জন্য অনেক কিছু করেছেন। মধ্যপ্রাচ্য তার অন্যতম উদাহরণ।” শুধু তাই নয়, নোবেল কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে পুতিন বলেন, “এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে দেখা গিয়েছে নোবেল কমিটি এমন ব্যক্তিদের পুরস্কার দিয়েছেন যারা শান্তির জন্য আদৌ কিছু করেননি। এই ধরনের ঘটনা নোবেলের মতো মহৎ পুরস্কারের মর্যাদা নষ্ট করে।” তবে একইসঙ্গে পুতিন এটাও জানান, “আমি জানি না ট্রাম্প এই পুরস্কারের যোগ্য কিনা।”
এদিকে ট্রাম্প নোবেল না পাওয়ায় এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং। তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধের অবসান এবং অসহায় মানুষের প্রাণ বাঁচানোর কাজ আগের মতোই জারি রাখবেন। তাঁর মধ্যে মানবিক হৃদয় রয়েছে। তাঁর মতো ব্যক্তি আর কখনও আসবে না, যিনি মনের জোরে পাহাড় সরাতে পারেন।’ এরপরই তিনি লেখেন, ‘নোবেল কমিটি আসলে শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে।’
তবে হোয়াইট হাউস নোবেল শান্তি পুরস্কারে রাজনীতি দেখলেও বাস্তব বলছে চলতি বছর ট্রাম্পের নোবেল না পাওয়ার নেপথ্যে একাধিক কারণ ছিল। তিনি এই পুরস্কারের যোগ্য কি না তা পরের বিষয়, তবে একাধিক নিয়মের গেরো ছিলই। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চলতি বছরের ১৯ জানুয়ারি। এদিকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন জমার সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন নেওয়া হয়েছে ৩৩৮ জনের। অর্থাৎ দায়িত্ব গ্রহণের মাত্র ১২ দিন পর বন্ধ হয় মনোনয়ন প্রক্রিয়া। এই সময়ের মধ্যে বিশ্বশান্তির লক্ষ্যে কোনও কৃতিত্ব নেই ট্রাম্পের। তাছাড়া, নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, ২০২৫ সালে যাঁরা নোবেল পুরস্কার পাচ্ছেন, তাঁদের এই পুরস্কার দেওয়া হচ্ছে ২০২৪ সালের কাজের ভিত্তিতে। সেই নিয়মেও যোগ্য ছিলেন না ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.