Advertisement
Advertisement

Breaking News

Nobel Peace Prize 2025

৭টি যুদ্ধ থামানোর দাবি, একাধিক দেশের প্রস্তাব, তাও কেন ফসকে গেল ট্রাম্পের নোবেল?

ঠিক কী কী কারণে নোবেল পেলেন না ট্রাম্প?

Why Donald Trump didn’t get the Nobel Peace Prize 2025
Published by: Amit Kumar Das
  • Posted:October 10, 2025 5:09 pm
  • Updated:October 10, 2025 5:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বত্র বুক ঠুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ৭টি যুদ্ধ থামিয়েছেন তিনি। পাকিস্তান, ইজরায়েল-সহ একাধিক দেশ নোবেল কমিটির কাছে প্রস্তাব করেছে ট্রাম্পের নোবেল পাওয়ার জন্য। ট্রাম্প নিজেও নিজেকে নোবেলের যোগ্য বলে দাবি করেছেন বারবার। এতকিছুর পরও ট্রাম্পের মাথায় ‘টুপি’ পরিয়ে শান্তির নোবেল পুরস্কার দেওয়া হল ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন শান্তির নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

জানা যাচ্ছে, মূলত ৪টি কারণে চলতি বছরে শান্তির নোবেল পুরস্কার ছিটকে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যার মধ্যে প্রথম কারণ হল ‘সময়’। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চলতি বছরের ১৯ জানুয়ারি। এদিকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন জমার সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন নেওয়া হয়েছে ৩৩৮ জনের। অর্থাৎ দায়িত্ব গ্রহণের মাত্র ১২ দিন পর বন্ধ হয় মনোনয়ন প্রক্রিয়া। এই সময়ের মধ্যে বিশ্বশান্তির লক্ষ্যে কোনও কৃতিত্ব নেই ট্রাম্পের।

দ্বিতীয়ত, নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, ২০২৫ সালে যাঁরা নোবেল পুরস্কার পাচ্ছেন, তাঁদের এই পুরস্কার দেওয়া হচ্ছে ২০২৪ সালের কাজের ভিত্তিতে। অথচ এই সময়ে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মাত্র, তখন হোয়াইট হাউসে তাঁর পা পড়েনি। ৭টি যুদ্ধ থামানো তখনও অনেক দূরে। এই হিসেবে ট্রাম্পের নোবেল পাওয়ার প্রশ্নই ওঠে না। তৃতীয়ত, ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকাকালীন ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, ইউক্রেন, আমেরিকা, সুইডেনের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি একাধিকবার তার হয়ে সওয়াল করেছেন। ট্রাম্পকে নোবেল দেওয়ার প্রস্তাব করেছেন। তবে মনোনয়ন জমা দেওয়ার অর্থ এটা নয় যে তিনি নোবেল পুরস্কারের লড়ায়ে প্রার্থী হিসেবে মনোনীত হবেন। ট্রাম্পের ক্ষেত্রেও সেটাই হয়েছে। নোবেল কমিটি মনোনীত কোনও প্রার্থীর নাম প্রকাশ্যে আনে না। শুধুমাত্র বিজেতার নামই প্রকাশ্যে আনে।

চতুর্থত, এদিন নোবেল কমিটির তরফে শান্তির নোবেল পুরস্কার ঘোষণার সঙ্গেই স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে কেন ট্রাম্প পেলেন না নোবেল। কমিতির তরফে জানানো হয়, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রই প্রথম শর্ত। তবে আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে গণতন্ত্র পিছিয়ে পড়েছে। কতৃত্ববাদ শাসনব্যবস্থার নীতিকে লাগাতার চ্যালেঞ্জ ছুড়ছে এবং হিংসার আশ্রয় নিচ্ছে। নোবেল পুরস্কারের জন্য মাচাদোর নাম ঘোষণা করে কমিটি জানায়, মাচাদো গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লাগাতার কাজ করে চলেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ