Advertisement
Advertisement

Breaking News

Trump-Putin Meet

‘ইউক্রেনকে বাদ দিয়ে…’, ১৫ আগস্টে আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ফুঁসে উঠলেন জেলেনস্কি

কী বললেন জেলেনস্কি?

Zelensky Warns Against "Decisions Without Ukraine" Ahead of Trump-Putin Meet
Published by: Subhodeep Mullick
  • Posted:August 9, 2025 6:30 pm
  • Updated:August 11, 2025 2:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনার টেবিলে বসলে, কোনও সুরাহা মিলবে না। আমাদের জমি আমরা রাশিয়াকে ছেড়ে দেব না। ১৫ আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের (Trump-Putin Meet) আগে ফুঁসে উঠলেন ভলোদিমিরি জেলেনস্কি।

Advertisement

সমাজমাধ্যমে তিনি বলেন, “ইউক্রেন রাশিয়াকে জমি ছেড়ে দেবে না। ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনার টেবিলে বসা অর্থহীন। আমরা সবাই শান্তি চাই। কিন্তু ইউক্রেনকে ছাড়া এই যুদ্ধ বন্ধ সম্ভব নয়।”

শুক্রবার পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়টি ট্রাম্প নিজেই প্রকাশ্যে এনেছেন। তিনি ট্রুথ সোশালে লিখেছেন, ‘অবশেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমার বৈঠকটি হতে চলেছে। আগামী শুক্রবার ১৫ আগস্ট আলাস্কায় আমাদের সাক্ষাৎ হবে।’ পরে টেলিগ্রামে রাশিয়ার তরফে এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, ‘প্রেসিডেন্টরা নিঃসন্দেহে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করবেন, দীর্ঘকালীন শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করতে।’ এই প্রসঙ্গে বলে রাখা যায়, ট্রাম্প বহুদিন ধরেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে বিশেষ ফল হয়নি। আর এতে পুতিনের উপর বেজায় ক্ষিপ্তও হয়ে পড়েন ট্রাম্প। এমনকী, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেন, “অস্ত্র দিলে মস্কোতে বোমা ফেলতে পারবেন?” যদিও ক্ষমতায় ফিরে নীতি বদলে পুতিনকে কাছে টানার চেষ্টা করেছিলেন ট্রাম্প। এবার দেখার নতুন বৈঠকের পর সমীকরণ কী দাঁড়ায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ