সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন মানেই নানান হিসেব নিকেশ। গ্রহ, নক্ষত্র থেকে শুরু করে জন্মতারিখ, সবটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানেন, সংখ্যাতত্ত্বেই লুকিয়ে জীবনের উত্থান-পতন? আপনার জন্ম সংখ্যাই বলে দেয় আপনি কেমন মানুষ, আপনার ভাগ্য এগোবে কোন পথে। চলুন জেনে নেওয়া যাক, ১ জন্ম সংখ্যার জাতকরা ঠিক কেমন।
জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১। একইভাবে ১, ১০, ১৯ ও ২৮ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্মসংখ্যাই ১।
তথ্য বলছে, ১ জন্ম সংখ্যার জাতকদের রুলিং প্ল্য়ানেট অর্থাৎ পরিচালনা করে সূর্য। এরা ভীষণ একরোখা হয়। এই স্বভাবের জন্য তাঁরা বাকি পাঁচজনের থেকে আলাদা। এদের মধ্যে টিম পরিচালনা করার ক্ষমতা থাকে জন্মসূত্রেই। ঠিক যেমন সূর্যের উপস্থিতিতে আর কোনও গ্রহ নজরে পড়ে না, ঠিক একই স্বভাবের ১ জন্ম সংখ্যার জাতকরা। এরা নিজের আলোয় আলোকিত। এরা অন্যকেও আলো দেয়। কোনও পরিস্থিতিকেই এরা ভয় পায় না। ১ জন্ম সংখ্যার জাতকরা কারও অধীনে কাজ করতে পছন্দ করেন না। নিজের সাম্রাজ্যের রাজা তিনি নিজেই। তাই চাকরি বা পার্টনারশিপে ব্যবসা নয়, এই জাতকদের জন্য সেরা নিজের ব্যবসা।
ইতিবাচক দিক- এরা সৃজনশীল, কেরিয়ারমুখী, শক্তিশালী, আত্মনির্ভর, পরিশ্রমী।
নেতিবাচক দিক- এরা ভীষণভাবে নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিতে পছন্দ করেন। অন্যেরা কী ভাবছেন, বা তাঁদের ভাবনার যে মূল্য আছে, তা এরা খুব একটা ভাবেন না।
পেশা- রাজনীতি ক্ষেত্রে অনেক দূর যেতে পারেন এই সংখ্যার জাতকরা। সরকারি চাকরির পরীক্ষা দিলে, বা সরকারি চাকরি করলেও ভবিষ্যৎ সুন্দর হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.