Advertisement
Advertisement
Numerology

অত্যন্ত বিচক্ষণ, সহজে কাজ করতে সিদ্ধহস্ত! জানেন ৪ জন্ম সংখ্যার জাতকদের দুর্বলতা?

এদের জন্য কোন পেশা আদর্শ?

here is characteristics and career of numerology 4
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 2, 2025 12:38 pm
  • Updated:June 2, 2025 12:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনে নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যাতত্ত্বেই লুকিয়ে জীবনের উত্থান-পতন। আপনার জন্ম সংখ্যাই বলে দেয় আপনি কেমন মানুষ, আপনার ভাগ্য এগোবে কোন পথে। চলুন জেনে নেওয়া যাক, ৪ জন্ম সংখ্যার জাতকরা ঠিক কেমন।

জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১। একইভাবে ৪, ১৩,২২ ও ৩১ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্মসংখ্যাই ৪। 

তথ্য বলছে, ৪ জন্ম সংখ্যার জাতকদের রুলিং প্ল্যানেট বা পরিচালনা করে রাহু। এরা ভীষণ অ্যাকটিভ। এই জাতকরা অত্য়ন্ত বুদ্ধিমান হয়। তীক্ষ্ণ বুদ্ধি ব্যবহার করে জটিল কাজ সহজেই সেরে ফেলতে এদের জুড়ি মেলা ভার! এদের সঙ্গে ভুলেও চালাকি করতে যাবেন না। এরা ভীষণ আত্মবিশ্বাসীও বটে। তবে আত্মবিশ্বাস কখনও কখনও বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তবে মনে রাখবেন, চার জন্ম সংখ্যার জাতকরা অত্যন্ত ভালো মনের মানুষ। এরা দলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়েই জন্মান।

ইতিবাচক দিক- এরা ভীষণ বুদ্ধিমান। যে কোনও সমস্যার সমাধান এদের হাতের মুঠোয়। যে সমস্যার সমাধান আপনি হাজার খুঁজেও পাচ্ছেন না। তা এরা বুদ্ধি খাটিয়ে সহজেই বের করে ফেলতে পারে চাইলেই।

নেতিবাচক দিক- এরা কারও পরামর্শ মেনে কিছু করতে একেবারেই রাজি নন। সর্বদা নিজের যা ইচ্ছে তা-ই করেন। বরাবর নিজেদের সিদ্ধান্তকেই ঠিক বলে মনে করেন। যার ফলে অনেক সময় ভুল করে ফেলেন। মাশুলও গুনতে হয়। এটাই এদের দুর্বলতা।

পেশা- রাজনীতি এদের জন্য পেশা হিসেবে আদর্শ। টিভি ইন্ডাস্ট্রিতেও সফলতা সম্ভব। এছাড়া যদি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকেন। তা অ্যাঙ্কার হতে পারে, বা অন্য যে কোনও কাজ, তাতে সফলতা আসবেই। ইঞ্জিনিয়ারিংও এদের জন্য পেশা হিসেবে ভালো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement