Advertisement
Advertisement
Horoscope

সৎ, সঙ্গীর প্রতি দায়বদ্ধ! জুটি হিসাবে সেরা এই রাশির জাতক-জাতিকারা

সেরা জুটি কারা?

Horoscope: True twin flame zodiac pairs that complete each Other
Published by: Subhankar Patra
  • Posted:July 9, 2025 8:04 pm
  • Updated:July 9, 2025 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন যুদ্ধে একজন বিশ্বস্ত সঙ্গীর খুব দরকার! হাজারও কষ্টের মাঝে দিনের শেষে যাঁর কোলে মাথা রেখে মনের কথা বলতে পারবেন। যে আপনার পাশে সব সময় থাকবে। এমন সঙ্গী সবাই চান। সবাই সেই সঙ্গী খুঁজে পান? অনেকাংশে হ্যাঁ আবার না ও। তবে জ্যোতিষশাস্ত্রে কয়েকটি রাশির জুটিকে সেরা জুটি বলে মনে করা হয়। সেরা জুটি কারা?

Advertisement

মেষ ও সিংহ রাশি: এই দুই রাশির জাতক-জাতিকারা সাহসী, সঙ্গীর প্রতি সৎ। এরা এক হলে আবেগের ঝড় ওঠে। এরা একসঙ্গে সব প্রতিকূলতাকে জয় করতে পারে। যা এদের সেরা জুটি  করে তোলে। 

মিথুন ও কুম্ভ রাশি: এরা স্বভাবগতভাবে খুব কৌতূহলী। একে অপরের সমস্ত দু:খ, কষ্ট না বলাতেই বুঝতে পারে। আর্দশ জুটির যা যা থাকার দরকার সবটাই এদের মধ্যে আছে বলে মনে করে হয়।

কর্কট ও মীন রাশি: এই দুই রাশির জাতক-জাতিকারা এক হলে অদ্ভূত এক বন্ধন তৈরি হয়। যা ভাঙা অনেক কঠিন। একে অপরের প্রতি খুব সহানুভূতিশীল হন। যা এদের আর্দশ জুটি হিসাবে গড়ে তোলে।

সিংহ ও ধনু রাশি: এরা খুব প্রাণবন্ত। একের অপরের একে সঙ্গে উন্নতির পথে এগিয়ে যায়। দু’জনকে সাহায্য করে। পারফেক্ট জুড়ি হিসাবে এদের উদাহরণ খুঁজে পাওয়া মুশকিল।

তুলা ও মিথুন রাশি: এই দুই রাশির প্রেম ও বন্ধুত্ব সবার কাছে উদাহরণ। একে অপরকে সম্মান করেন। যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে ভারসাম্য রাখতে পারেন। নিজেদের বিশ্বাস করে।

বৃশ্চিক ও বৃশ্চিক: এই রাশির দুই জাতক এক হলে পৃথিবী জয় করার ক্ষমতা রাখে এরা। বৃশ্চিক রাশির জাতকরা নিজের সঙ্গীর প্রতি সবসময় সৎ। সমস্যা কাটিয়ে উঠতে এদের জুড়ি মেলা ভার। ঘাত -প্রতিঘাত সামলে সামনের দিকে এগিয়ে যায়। এরা সেরা জুটি হিসাবে নিজেদের মেলে ধরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement