সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই কালীপুজো। ওই একই দিন ২০ অক্টবর, সোমবার বাঙালি পুজো করেন মহালক্ষ্মীকে। এদিন বাড়ি থেকে অলক্ষ্মীকে বিদায় দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্র মতে, দীপান্বিতা অমাবস্যায় বৃহস্পতি কর্কটে গোচর করবে। এর ফলে তৈরি হবে হংস মহাপুরুষ রাজযোগ। এর সঙ্গে কেন্দ্রীয় ত্রিভুজ রাজযোগেরও শুভ যোগ দেখা যাচ্ছে। ফলে, এই দুই রাশির সংমিশ্রণে কিছু রাশির উন্নতির চাকা গড়াবে তরতরিয়ে। আর্থিক লাভে সমৃদ্ধ হবেন এইসব রাশির জাতক-জাতিকারা। দেবী লক্ষ্মীর সঙ্গে মা কালীরও আশীর্বাদ বর্ষিত হবে এই রাশিগুলির উপর। কোন পাঁচ রাশির আর্থিক উন্নতির পাল্লা ভারী হবে দীপাবলিতে? চলুন, জেনে নেওয়া যাক।
বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য ফিরবে। মা লক্ষ্মীর কৃপায় সম্পদ বৃদ্ধি পাবে। অর্থনৈতিক ভাগ্য খুবই ভালো। ব্যবসায় দারুণ সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকা। যেকোনও কাজেই সাফল্য মিলবে। অর্থাভাব এঁদের কাছে ঘেঁষতে পারবে না। সম্পত্তি ক্রয়ের শুভ যোগ রয়েছে। পরিবারে প্রাচুর্য ও ঐশ্বর্য দেখা দেবে।
মিথুন: খরচের হাত যতই বেশি হোক না কেন, অর্থকষ্টের মুখে পড়তে হবে না। লক্ষ্মীর আশীর্বাদে সর্বদা অর্থাগমের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৃদ্ধি ঘটবে। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সংসারে সমৃদ্ধি বজায় থাকবে। সঞ্চয় হবে। গাড়ি কেনার শুভ যোগ রয়েছে। গৃহে শান্তি বিরাজ করবে।
সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা নানা দিক তেকে সুখবিওর পাবেন। মা লক্ষ্মীর কৃপায় কোনও অভাব থাকবে না। সিংহ রাশি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় রাশি। মায়ের কৃপা সবসময়ই এই রাশির নেপথ্যে থাকে। আর্থিক সিক খুব ভালো যাবে। নানা দিক থেকে অর্থাগমের সুযোগ পাবেন। গৃহে সোনা কেনার শুভ মুহূর্ত। পরিবারে সমৃদ্ধি বৃদ্ধি ঘটবে। প্রাচুর্য ও ঐশ্বর্যে ভরে উঠবে সংসার।
তুলা: সম্পত্তি কেনাবেচার শুভ যোগ রয়েছে। মা লক্ষ্মীর কৃপায় পরিবারে আর্থিক উন্নতি ঘটবে। গৃহে শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হবে। অন্যান্য উৎস থেকে অর্থ লাভ ঘটবে। সঞ্চয় বাড়বে। সম্পত্তি ক্রয়ের সুযোগ পাবেন।
মীন: এই রাশির অধিপতি হল বৃহস্পতি। হংস মহাপুরুষ রাজযোগে অর্থভাগ্য ভালো যাবে। খুব সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। একই সঙ্গে সঞ্চয় বৃদ্ধি পাবে। ব্যবসায় দারণ উন্নতি ঘটবে। কর্মক্ষেত্রেও বেতন বৃদ্ধির সম্ভাবনা। পরিবারে শান্তি ও সম্পদ বৃদ্ধি পাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.