Advertisement
Advertisement
Weekly Horoscope

১-৭ জুন Horoscope: কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন ধনুর জাতক-জাতিকারা, বাকিদের কেমন কাটবে?

কী বলছে রাশিফল?

Know The Weekly Horoscope from 1st to7th June 2025
Published by: Subhankar Patra
  • Posted:June 1, 2025 11:37 am
  • Updated:June 1, 2025 11:48 am  

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র, বৃষে রবি ও বুধ, মিথুনে বৃহস্পতি, কর্কটে চন্দ্র ও মঙ্গল, সিংহে কেতু, কুম্ভে রাহু, মীনে শনি। ৬ জুন সকাল ৯.২৬ মিঃ বুধ মিথুনে প্রবেশ করবে। জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1কর্মক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও কর্তৃপক্ষের বদান্যতায় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। বন্ধুবান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। রাগ ও ক্রোধ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। জীবনযাত্রার মানকে উন্নত করার জন‌্য আরও পরিশ্রম করতে হবে। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য শ্বশুরকুল থেকে আর্থিক সাহায‌্য পেতে পারেন। সপ্তাহের মধ‌্যভাগে আপনার মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের যোগ। আর্থিক বিষয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ আবশ‌্যক।

বৃষ

taurusসংসারে হঠাৎ ব্যয় বৃদ্ধি হলেও অযথা দুশ্চিন্তা করবেন না। স্ত্রীর কর্মক্ষেত্রে কিছু সমস্যার জন্য কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। ভাইবোনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকার। এই রাশির জাতক-জাতিকাদের এই সময় আয় অনেকটাই বাড়বে। কর্মজীবন ও ব্যবসায় চলতে থাকা সমস্যা থেকে মুক্তি পাবেন। বহুদিন ধরে চলা পারিবারিক সমস্যার সমাধান সম্ভব। কলকারখানায় কর্মরত ব্যক্তিরা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। কর্মজীবনে আপনার ব্যস্ততা থাকলেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সামগ্রী নিজের কাছে রাখুন।

মিথুন

jeminiকর্মক্ষেত্রে শুভ যোগাযোগ সৃষ্টি হবে। আপনার বিপদে ভাইবোনদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা রাখবেন না। কর্মপ্রার্থীদের কাজের সন্ধানের জন্য আরও উদ্যমী হতে হবে। দ্বিচক্রযানের চালকরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। কর্মক্ষেত্রে উন্নতির জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। গোপন শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। সম্পত্তি কেনার আগে কাগজপত্র উপযুক্ত ব্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। ঠিকাদারদের কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনও তর্ক-বিতর্কে যাবেন না।

কর্কট

cancerসপ্তাহের প্রথমদিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে। চাকরিজীবীদের পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ্য করা যায়। এই সময় পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণের জন্য আর্থিক সংস্থা থেকে ঋণ নিতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসবে। এই সময় জাতকের চোখ ও কানের সমস্যা দেখা দিতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। অপ্রয়োজনীয় খরচ কমাবার চেষ্টা করুন। স্ত্রীর কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হতে পারে। বড় ভাইয়ের সঙ্গে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা।

সিংহ

leo সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। কোনও গুরুত্বপূর্ণ ব‌্যক্তির সমর্থন ও সাহচার্যে‌ ব‌্যবসায় উন্নতি। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও কোনও ভাবেই তাঁরা সাফল‌্য পাবেন না। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা এই সময় একটু সজাগ থাকুন। কর্মক্ষেত্রে অশান্তি থেকে দূরে থাকুন। সপ্তাহের মধ‌্যভাগে একাধিক পথে আয় হতে পারে। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করবেন না। বাবা ও মার একাকীত্বে তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। এই সময় অতিরিক্ত বিলাসিতার জন‌্য সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা। সপ্তাহের শেষের দিকে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। মাতৃস্থানীয়া কারও চিকিৎসায় দুরারোগ‌্য ব‌্যাধি থেকে মুক্তি।

কন্যা

virgoপূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অর্থনৈতিক উন্নতি লক্ষ‌্য করা যায়। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার জন‌্য পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন বাদে নতুন করে সম্পর্ক তৈরি হবে। সন্তানের বদমেজাজি স্বভাবের জন‌্য পরিবারে অশান্তি। নতুন ব‌্যবসায় মোটা অঙ্কের বিনিয়োগ করবেন না। স্ত্রীর শরীর নিয়ে কিছুটা সমস‌্যায় পড়তে হতে পারে। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থলাভ বেশি হবে। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে বন্ধুর সহযোগিতায় উন্নতির যোগ।

তুলা

leo বিদ‌্যার্থীদের পড়াশোনায় নতুন যোগাযোগ আসতে পারে। ব‌্যবসায় প্রত‌্যাশিত অর্থপ্রাপ্তিতে বাধা। কলকারখানায় কর্মরত ব‌্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে আইনজ্ঞের পরামর্শ নেবেন। বন্ধুর বিপদে পাশে থাকার চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা আধ‌্যাত্মিক চেতনাকে কাজে লাগান। পেটের সমস‌্যার জন‌্য গুরুপাক খাদ‌্য বর্জন করুন। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। বিবাহযোগ‌্য পাত্রপাত্রীদের জন‌্য সময়টি তেমন শুভ নয়। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাঁদের কাজের জন‌্য উপযুক্ত মূল‌্য পাবেন।

বৃশ্চিক

scorpio

সপ্তাহের প্রারম্ভে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্যের সম্ভাবনা। প্রতিদ্বন্দ্বী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন। গুরুজনদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা। ব‌্যবসায় বাড়তি বিনিয়োগ করলেও সেই অনুপাতে মুনাফা বৃদ্ধি এখনই হবে না। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। স্ত্রীর কর্মস্থানে গন্ডগোলের জন‌্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য পূজাপাঠে মন দিন। শ্বশুর-শাশুড়ির মধ্যে একজনের শারীরিক অসুস্থতার জন‌্য অর্থব‌্যয় হতে পারে। আমদানি-রফতানি ব‌্যবসায় বাড়তি মুনাফা আসার যোগ। ছোট ভাইয়ের রূঢ় আচরণের জন‌্য পরিবারে অশান্তি। পৈত্রিক সম্পত্তি নিয়ে টানাপোড়েন থাকবে।

ধনু

saggetariusপূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে শুভ। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতিস্বরূপ পদোন্নতি হতে পারে। সৎকর্মে অর্থ ব‌্যয় করে মানসিক শান্তি। অংশীদারী ব‌্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন‌্য থাকলেও তা প্রকাশ করবেন না। চাকরিজীবীদের এই সময় আর্থিক স্বাচ্ছন্দ‌্য ফিরে আসবে। বিদেশে কর্মরত সন্তানের উন্নতিতে মানসিক শান্তি। বাবা ও মায়ের একাকীত্বে তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। বন্ধুবান্ধবের কাছে নিজের টাকাপয়সা নিয়ে কোনও আলোচনা করবেন না। পুরনো সম্পত্তি বিক্রি করে ভালো অর্থ আসার সম্ভাবনা। এই রাশির জাতক-জাতিকারা হস্তশিল্পে অত‌্যন্ত পারদর্শী হয়।

মকর

capricorn

 গৃহে সুখশান্তি বজায় থাকবে। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সাবধানে থাকুন। সৃষ্টিশীল কাজে সাফল্যের জন‌্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। পরিবারে রূঢ় ব‌্যবহার থেকে বিরত থাকুন। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। ঠিকাদারি ব‌্যবসায় কোনও লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। নতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। ব‌্যবসা বৃদ্ধির আগে ভালো করে পরিকল্পনা করে নেবেন। সংগীত জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সুনাম বৃদ্ধি পাওয়ার যোগ এবং বিদেশেও তাঁদের প্রতিভা দেখানোর সুযোগ আসবে।

 

কুম্ভ

aquariusনতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ব‌্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। যাঁরা কারিগরি শিক্ষায় যুক্ত তাঁদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। খুচরো ব‌্যবসায়ী ও পাইকারি বিক্রেতাদের জন‌্য সপ্তাহটি শুভ। জমি, ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। বন্ধু-বান্ধবের বিপদে আপনি তাঁদের উপকারে লাগলেও আপনার অসময়ে তাঁদের কাউকে পাশে পাবেন না। জাতকের পুত্রের কর্মক্ষেত্রে কৃতিত্বের জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে। কথাবার্তায় সংযম বজায় রাখার চেষ্টা করুন।

মীন

piscesএই রাশির জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে দুশ্চিন্তামুক্ত হলেও খরচের ব‌্যাপারে সাবধানে থাকবেন। চাকরিসূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। পৈত্রিক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে। সংগীতশিল্পী, নৃত‌্যশিল্পীদের জন‌্য আগামিদিনে ভালো সময় আসছে। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। স্ত্রীর কর্মক্ষেত্রে সমস‌্যা দেখা দেওয়ার কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement