Advertisement
Advertisement
Numerology

১ জন্ম সংখ্যার জাতকদের বন্ধু কারা? জানেন, শত্রুও চিনিয়ে দেয় নম্বরই

জেনে নিন খুঁটিনাটি।

Numerology: Which number is compatible with 1
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 8, 2025 5:00 pm
  • Updated:June 8, 2025 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন মানেই তো নম্বরের খেলা। নম্বরেই লুকিয়ে জীবনের ওঠা-নাম। প্রেম-বিচ্ছেদ। আবার নম্বরই বলে দেয়, শত্রু-মিত্র কে! কার সঙ্গে জুটি বাঁধলে জীবন এগোবে রকেটের গতিতে, তাও বলে দিতে পারে নম্বরই। আর এই নম্বর হল জন্ম সংখ্যা। আসুন আজ জেনে নেওয়া যাক, ১ জন্ম সংখ্যার জন্য কারা আর্দশ বন্ধু। কে-ই বা চিরশত্রু।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১ জন্ম সংখ্যার জাতকরা টিম পরিচালনা করার ক্ষমতা নিয়েই জন্মান। এরা কারও অধীনে কাজ করতে পছন্দ করেন না। এরা ভীষণভাবে নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিতে পছন্দ করেন। অন্যেরা কী ভাবছেন, বা তাঁদের ভাবনার যে মূল্য আছে, তা এরা খুব একটা ভাবেন না। এরা ভীষণভাবে অন্যকে দমিয়ে রাখতে ভালোবাসেন। এদের সঙ্গী হিসেবে আদর্শ ৩, ৫, ৬, ৭ ও ৯। ১ ও ৩ দুই জন্ম সংখ্যার জাতকরাই স্বাধীনচেতা। জ্য়োতিষশাস্ত্র বলে, ৩, ৬-এর জোট বাঁধায় সমস্যা না থাকলেও ১ জন্ম সংখ্যার জাতকদের জন্য এদের চেয়েও ভালো ৫-এর জাতকরা। ৭-এর সঙ্গে জোট বাঁধলেও পার্টনারশিপ হবে লম্বা। তবে ১ ও ৯-এর বন্ধুত্ব-প্রেম নিয়ে ভিন্ন মত পোষণ করেন বিশেষজ্ঞরা। কেউ বলেন, একে অপরের পরিপূরক হতেই পারে। কারও কথায়, ১ ও ৯ জন্ম সংখ্যার জাতকদের বন্ধুত্ব হলেও জীবনসঙ্গী না হওয়াই ভালো। ৪ জন্ম সংখ্যার সঙ্গী পেলেও মোটের উপর সুখীই হবেন ১ জন্ম সংখ্যার জাতকরা।  

শত্রু- ১-এর জাতকদের শত্রু বলা হয় তিনটি জন্ম সংখ্যার জাতকদের। সেগুলো হল ২ ও ৮। মূলত ৮-এর থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। যদিও এর ব্যতিক্রমও রয়েছে।

[জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement