সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুত্ব, প্রেম কোনওটাই ভেবেচিন্তা, বিচার করে হয় না। কে যে কখন কীভাবে মনের দখল নিয়ে নেবে, তা কে জানে! কিন্তু জানেন কি সবার সঙ্গে ঘনিষ্ঠতা কিন্তু কারও জন্যই ভালো না। একটু বাছবিচার করে না মিশলে, বিপদে পড়তে পারেন যে কোনও সময়। এক্ষেত্রে ভরসা করতেই পারেন জন্ম সংখ্যায়। এই নম্বরই বলে দেয় কে আপনার জন্য একেবারে সঠিক সঙ্গী, কার থেকে একটু দূরে দূরে থাকাই ভালো। চলুন আজ জেনে নেওয়া যাক, ২ জন্ম সংখ্যার জাতকদের বন্ধু ও শত্রু ‘সংখ্যা’ কারা।
বন্ধুসংখ্যা
তথ্য বলছে, ২ জন্ম সংখ্যার জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ। সহজেই এরা উলটোদিকের মানুষটা আকর্ষণ করতে পারে। সহজেই মিশে যেতে পারেন যে কারও সঙ্গে। তবে জ্যোতিষশাস্ত্র বলে ২ জন্ম সংখ্যার জাতকদের জন্য ১, ৪, ৬ ও ৭ মন্দ নয়। ৩ ও ৫ জন্ম সংখ্যার জাতকদের সঙ্গে ২ -এর জোট বেশ ভালোই। বোঝাপড়ার মধ্যে দিয়ে স্বাভাবিক ছন্দেই কাটবে জীবন। তবে যদি বলেন ‘পাওয়ার কাপল’-এর কথা, সেই হিসেবে ২-এর জন্য আদর্শ ৬। ৪ জন্ম সংখ্যার জাতককে পার্টনার হিসেবে পেলেও মসৃণ হবে এদের জীবন। ২ ও ৭-এর বন্ধুত্বও পজিটিভ বলেই দাবি বিশেষজ্ঞদের।
শত্রুসংখ্যা
তবে বিয়ে হোক বা বন্ধুত্ব, ৮-এর থেকে সাবধান থাকতে হবে ২ জন্ম সংখ্যার জাতকদের। ভুলেও বিবাহ বন্ধনে হওয়ার কথা ভাবা উচিত নয় এই জাতকদের। ৯-এর সঙ্গে ২ জন্ম সংখ্যার জাতকদের সম্পর্কে লেগে থাকবে অশান্তি। কারণ, দুজন একেবারে বিপরীত মানসিকতার।
[জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.